শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 09:39 am
নায়িকা মানেই মেদহীন সুঠাম দেহ। নিয়ম মেনে খাওয়াদাওয়া। ডায়েটে থাকবে না কোনো মিষ্টি বা তৈলাক্ত খাবার। তবে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী মনে হয় এসবের ধার ধারেন না!
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেছেন বুবলী; যা দেখে অবাক তার অনুরাগীরা। কারণ নায়িকাদের সচরাচর এই রূপে দেখা যায় না। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, খাবার টেবিলে নায়িকার সামনে সাজানো হরেক রকমের মিষ্টি, দই ও ফলমূল।
ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘শুক্রবার কোনো ডায়েট নয়’।
নায়িকার এ ছবি দেখেই অবাক ভক্তরা। অনেকেই মন্তব্য করেন, আপনি এত খাবার একসঙ্গে খেতে পারবেন!
কেউ আবার লিখেছেন, এগুলো শুধুমাত্রই ছবি তোলার জন্য।