শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 02:46 am
দেশের বাজারে ফের দাম বাড়লো স্বর্ণের। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা। এর আগে দেশে ভালোমানের সোনার দাম ভরিতে ৯০ হাজার ৭৪৬ টাকা ছিলো।
শনিবার (১৪ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার (১৫ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে সবশেষ গত ৭ জানুয়ারি সোনার দাম ভরিতে বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।