শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 12:37 pm
আন্তর্জাতিকে অভিষেকের পর থেকেই দারুণ ক্রিকেট খেলে যাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক ধারাবাহিক খেলে দেশের কিংবদন্তিদের ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বাজে নজির গড়েছেন বাবর আজম। টানা তিন ওয়ানডেতে স্টাম্পড হয়ে বিরল রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান পুরো সিরিজের সব কটি ম্যাচেই স্টাম্পড আউট হলেন বাবর।
শুক্রবার শেষ ম্যাচে মাইকেল ব্রেসওয়েলের অফ স্টাম্পের বাইরে পড়া ডেলিভারিটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে বাবর আজম এতটাই বাইরে চলে এসেছিলেন যে টম ল্যাথাম বল গ্লাভসে নিয়ে তাড়াহুড়া না করেই স্টাম্প ভাঙেন।
একই কায়দায় আউট হয়েছেন আগের দুই ম্যাচেও। প্রথম ওয়ানডেতে গ্লেন ফিলিপসের অফস্পিনে, দ্বিতীয় ওয়ানডেতে ইস সোধির লেগ স্পিনে।
বাবর ৯৫ ওয়ানডের ক্যারিয়ারে এর আগে মাত্র একবারই স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন। ২০১৮ এশিয়া কাপের সেই আউটটি ছিল আফগানিস্তানের বিপক্ষে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই তিনবার!