শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 10:26 am
শুক্রবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মসজিদটির একটি ফ্লোর হবে ২ হাজার স্কয়ার মিটারের। সেখানে ৬০০ ইবাদতকারী নামাজ আদায় করতে পারবেন। চলতি বছরের অক্টোবরে এই মসজিদের নির্মাণকাজ শুরু হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র তিন জন কর্মী ও একটি রোবট মিলে এই মসজিদটি বানাবে। প্রিন্টারটির কাঁচামাল এবং একটি স্বতন্ত্র কংক্রিট মিশ্রণসহ প্রতি ঘন্টায় দুই বর্গ মিটার নির্মাণ মুদ্রণ করার ক্ষমতা রয়েছে।
চার মাসের মধ্যেই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে কাঠামোটি নির্মাণ করা হবে। এটি নির্মাণ করবে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি)।