শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 04:15 pm
এতে লাতিন অঞ্চলে ওই সময়ের মধ্যে সবচেয়ে বেশিবার দেখা গান হিসেবে রেকর্ড গড়েছে এটি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০২২ সালে বার্সেলোনার সাবেক ফুটবলার পিকে’র (৩৫) থেকে আলাদা হয়ে যান ৪৫ বছর বয়সী শাকিরা। তাদের সম্পর্ক ১০ বছরের বেশি স্থায়ী ছিল। এই জুটির ঘরে দুই সন্তানও রয়েছে।
চার মিনিটের ওই পপ গানে প্রথমবারের মতো আর্জেন্টিনার প্রযোজক ও ডিজে বিজারাপের সঙ্গে কাজ করেছেন। ইউটিউবে এমন ইতিহাস গড়ে জে বলভিন, লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির মতো লাতিন পারফর্মারের সঙ্গে নিজের নাম লেখালেন শাকিরা।
পিকে’র সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আরও একটি গান গেয়েছিলেন শাকিরা। তিন মাস আগে গাওয়া ওই গানের শিরোনাম ছিল ‘মনোটোনিয়া’। ওই গানটিতে মূলত প্রতিশোধ নয় বরং হৃদয় ভেঙে যাওয়ার বিষয়টি ফুটে উঠেছিল।
তবে আউট অব ইওর লিগে পিকে’র ২৩ বছর বয়সী নতুন পার্টনারের বিষয় উল্লেখ করা হয়েছে। শাকিরা তার গানে নিজেকে ‘দুই জন ২২ বছর বয়সী সমান’ বলে উল্লেখ করেছেন। এছাড়া পিকে’কে কটাক্ষ করে বলেছেন সে ‘একটি ফেরারির বদলে একটি রেনল্ট টুইনগো’ ও একটি ‘রোলেক্সের বদলে একটি ক্যাসিও’ নিয়েছেন।