শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
29 Dec 2024 06:01 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে টেন্ডার ছাড়াই লক্ষাধিক টাকার তিনটি ইউক্লিপটাস গাছ কাটার অভিযোগ কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় কুড়িগ্রামের চররাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর পুরাতন বাজারের পূর্ব পাশে ( মোহনগঞ্জ ইউপি টু কাউনিয়াচর বাজার জিসি রোডের উত্তর পাশে মাসুদ রানার বাড়ির সংলগ্ন টেন্ডার ছাড়াই রাস্তার লক্ষাধিক টাকার তিনটি ইউক্লিপটাস গাছ কর্তন করে ঢুসমারা থানার নয়াচর গ্রামের সৈয়দ জামানের পুত্র মাসুদ রানা ও কাদের বেপারীর পুত্র সাইফুল ইসলাম। স্থানীয়রা জানান, টেন্ডাস ছাড়াই এসব গাছ কাটলেও অপরাধীদের দাপটে এলাকার অনেকে অসহায়।
এ ব্যাপারে ৩ জানুয়ারি/২০২৩ ইং চররাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর মদন পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র আমির হামজা কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান,সরকারি কোন গাছ কাটার আগে উপজেলায় গাছ কাটা সংক্রান্ত কমিটির মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে জেলা প্রশাসকের কাছে অনুমতি নিয়ে বিধি-সম্মত ভাবে গাছ কাটতে হয়। কিন্তু তার ইউনিয়নে এসব গাছ কাটার সংক্রান্ত অনুমতি নেওয়া হয়নি । তিনি বিষয়টি জানেন শুনেছেন। চর রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অমিত চক্রবর্তীর বক্তব্য নেয়ার জন্য বারবার মুঠোফোনে যোগাযোগ করেলেও তিনি ফোন রিসিভ করেননি ।