শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
06 Jan 2025 02:05 am
৭১ভিশন ডেস্ক:- ১৩/০১/২০২৩ তারিখ পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই/ তারিকুল ইসলাম, এসআই/ আল-মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। মোশারফ হোসেন ওরফে লিখন পিতা-মোস্তাফিজুর রহমান বাবু, গ্রাম-ভেল্লাবাড়িয়া ও নিয়মিত মামলার আসামী ২। কামাল (২৬) পিতা- আঃ হক, সাং- বিল সারিন্দা (তেনাপেচা), ৩।. জহুরুল শেখ ওরফে জহুর (৩৩) পিতা- মৃত দেলবার শেখ, সাং- হাটবনগ্রাম, সর্ব থানা- পাংশা, জেলা -রাজবাড়ীগণদের গ্রেফতার করেন এবং অদ্য ইং ১৩/০১/২০২৩ তারিখ আসামীগণদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।