শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 09:34 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পৌষের শীতে কাঁপছে মানুষ। জবুথবু ছিন্নমূল পরিবার। গরম কাপড়ের অভাবে কাহিল অবস্থা। এমন সময়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে একঝাঁক তরুণ। তারা সবার গায়ে তুলে দিলেন কম্বল। মুহূর্তেই হাসি ফুটল শতাধিক দুস্থের মুখে।
শুক্রবার (১৩ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ২০০ দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে কম্বল দেওয়া হয়।পুর্ব গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলেক্ষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের এএসপি হেলাল উদ্দিন।
পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল আলিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি নজরুল ইসলাম, সংঘটির সদস্য সামিউল ইসলাম, হাসান মিয়া, রবিউল ইসলাম, মাসুম মিয়া ও নাসিম প্রমুখ। শেষে দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।
এসময় কোহিনুর বেগম (৬৫) নামের এক বৃদ্ধা বলেন, হামারগুলার কয়েকদিন হলো খুব জার নাগছে বাবা। একনা কম্বলের জন্নে মেলা মানসের কাচে গেছুনু। কেউও দেয় নাই বাহে। আজ মুই কম্বল পানু। একন আতোত আরামে সুতি থাকপ্যার পারিম।এ বিষয়ে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল আলিফ বলেন, এই শীতে অসহায় মানুষের জন্য সামান্য সহযোগিতার চেষ্টা করছি। সংগঠনটির ব্যানারে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।