শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
09 Jan 2025 10:16 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আমানুল্লাহ কবীরের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন দৈনিক মুক্ত আলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, সাংবাদিক জোতিষ চন্দ এষ, সাংবাদিক হালিম দুলাল, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাথিল কবীর, স্থপতি সাইমুম কবীর, শিক্ষক ফারহান মাহমুদ কবীর প্রমূখ।
স্মরণ সভায় মরহুম আমানুল্লা কবীরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।