শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
21 Nov 2024 03:38 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ শিশু মাহাদী মিয়া। বয়স মাত্র ৭ মাস। হৃদযন্ত্রে তিনটি ছিদ্র নিয়ে গরিব বাবার ঘরে জন্ম। ফুটফুটে শিশুকে বাঁচাতে বাবা শাহজাহান মিয়া সর্বস্বান্ত। এখন সবার কাছে সহযোগিতা কামনা করছেন। দ্রুত বিদেশে নিয়ে অস্ত্রপচার না করলে শিশুটিকে বাঁচানো সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের অটোরিকশাচালক শাহজাহান মিয়া। তার ঘরে ৭ মাস আগে জন্ম নেয় শিশুপুত্র ইয়াসির আবরার মাহাদী। কিন্তু জন্মের পরপরই শারীরিক নানা জটিলতা দেখা দেয়। শিশুটিকে ডাক্তারের কাছে নিলে জানা যায় তার হৃদযন্ত্রে তিনটি ছিদ্র রয়েছে। এরপর নিজের সামান্য জমিসহ সকল সম্বল বিক্রি করে সর্বোচ্চ চিকিৎসা করান ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে।
হাসপাতালটির চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর নূরুন্নাহার ফাতেমা বলেন, দ্রুত শিশুটিকে ভারতে নিয়ে গিয়ে অস্ত্রপচার করাতে হবে। না হলে তাকে বাঁচানো যাবে না।
শিশুর বাবা শাহজাহান মিয়া বলেন, সন্তানকে বাঁচাতে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি। চিকিৎসা খরচ চালাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে। এখন মানুষের সাহায্য ছাড়া সন্তানকে বাঁচানো সম্ভব না। প্রধানমন্ত্রীসহ দেশের ও বিত্তবান মানুষদের কাছে সাহায্য কামনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানা- শাহজাহান মন্ডল। বিকাশ নং- ০১৭২৭ ৯২২ ৪৭৩ এবং সোনালী ব্যাংক লি. মহিমাগঞ্জ, গাইবান্ধা শাখার সঞ্চয়ী হিসাব নং- ৫১১১০৩৪০৪২৭৬৪।
এ বিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান বলেন, অসুস্থ শিশুর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে সহযোগিতার চেষ্টা করা হবে।