শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 02:57 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাড়ির জায়গা নিয়ে বিরোধে শাহিনুর বেগম (৪০) নামের এক নারীকে মারধরে আহত করার অভিযোগ উঠেছে নাজিম উদ্দীন নামের একজন ইউপি সদস্যের বিরুদ্ধে। আহত শাহিনুর বেগমকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের প্রতিবন্ধী ওবায়দুল ইসলামের স্ত্রী। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১০ টায় কায়েত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আদমদীঘি হাসপাতালে ভর্তি শাহিনুর বেগম জানায়, তাদের সাথে পাশের বাড়ি আবু বক্কর ছিদ্দিকের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে। এ ব্যাপারে থানায় অবিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার সকালে ওই বিবাদমান জায়গায় শাহিনুর বেগম ঝাগু দিতে গেলে সান্তাহার ইউপি সদস্য নাজিম উদ্দীন বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উক্ত ইউপি সদস্য শাহিনুর বেগমকে মারধর করে আহত করে। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। ইউপি সদস্য নাজিম উদ্দীন বলেন, বিবাদমান জায়গা নিয়ে শুধু কথা কাটাকাটি হয়েছে। শাহিনুর বেগম নামের মহিলাকে কোন প্রকার মারধর করা হয়নি।
আবু মুত্তালিব মতি