শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 04:04 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়া শহরের ১৩ নং ওয়ার্ডস্থ বনানী সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে গতকাল ১৩ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ প্রধান অতিথি হিসেবে ‘কার ও বাইক বাজার’ এর শুভ উদ্বোধন করেন। তিনি বলেন এ ধরণের কার ও মোটর সাইকেল কেনাবেচার জন্য রাজধানী ঢাকায় বহু বছর যাবৎ মহান জাতীয় সংসদ ভবন এর অপর পার্শ্বে রাজধানী স্কুলের কার হাট চলমান রয়েছে যা সর্বজন সমাদৃত। বর্তমানে ঢাকায় একটি থেকে আরও তিনটি স্থানে কেনা বেচার প্রদর্শনীর প্রসার ঘটেছে। সবগুলিই ঢাকা শহরের মধ্যে কোন না কোন মাঠে চলমান রয়েছে।
পাশাপাশি বিভিন্ন জেলা শহরেও এ ধরণের মোটর সাইকেল কেনা-বেচার প্রদর্শনী সৃষ্টি হয়েছে। বর্তমানে সকল প্রকার ব্যবসা স্থায়ী-অস্থায়ী প্রদর্শনীর মাধ্যমে প্রচার-প্রসার সারা দেশে উল্লেযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যেহেতু বগুড়া উত্তর বঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা। সকল ব্যবসার মাধ্যমেই বগুড়া জেলা অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।
সেখানে বগুড়া শহরে, পুরাতন কার ও মোটরসাইকেল কেনা বেচার প্রদর্শনী রাজধানীর আদলে প্রতিষ্ঠা পেলে বিক্রেতা ও ক্রেতা উভয়েই উপকৃত হবে। একই জায়গায় বিভিন্ন মডেলের কার-মোটর সাইকেল প্রদর্শনীর মধ্য দিয়ে জেলা শহর, থানা ও পার্শ¦বর্তী জেলার ক্রেতা বিক্রেতারাও এখানে কেনা-বেচার নির্দ্দিষ্ট দিনে অংশগ্রহণ করতে পারবে।
একারণে ব্যবসায়ীক লেনদেন ও ব্যবসায়ীদের পদচারণা শহরের অন্যান্য ব্যবসাতেও এর সুফল পড়বে। এর মধ্যে দিয়ে বগুড়ায় সম্পূর্ণ নতুন একটি ব্যবসায়িক ক্ষেত্র গড়ে উঠবে যা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে। এহেন কেনা বেচার ক্ষেত্রে কার ও মটর সাইকেলের বৈধ কাগজপত্রাদি নিশ্চয়তা ও ক্রেতা সাধারন যাতে কোন ভাবে প্রতারিত না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য কর্তৃপক্ষকে তিনি আহŸান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন আকন্দ, প্রধান শিক্ষক ফজলুল করিম, সুলতানগঞ্জ হাই স্কুল, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা। এ.কে এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনায় চেয়ারম্যান মোঃ এ্যাডোনিস বাবু তালুকদার এর সভাপতিত্বে কার বাজার সম্পর্কে সার্বিক বিষয়াদি উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম খোকন।
পুরাতন কার, মাইক্রো ও মোটরসাইকেল সপ্তাহে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বাজারে ক্রয়-বিক্রয় চলবে। কাগজ পত্রাদি কর্তৃপক্ষ নিশ্চয়তা প্রদান করবেন। উদ্বোধন মাস জানুয়ারিতে প্রদর্শন ফি সম্পূর্ন ফ্রি। প্রতিষ্ঠান পরিচালক মোঃ নুরুন্নবী প্রামাণিক এর আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন জারা কার হাউস এর স্বত্ত¡াধিকারী মোঃ মনোয়ার, টয়োটা মটরস এর স্বত্বাধিকারী জনাব নাসির, সাইফুল ইসলাম রোলা, মন্তেজুর রহমান আঞ্জু, আলী এখতিয়ার তাজু, এম এ রসিদ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জিন্নাহ, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোরশেদুল আলম হিরু সহ বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্যবসায়ী ও গণ্যনমান্য ব্যক্তিবর্গ।
এ্যাডোনিস বাবু তালুকদার আশরাফুল আলম খোকন
পরিচালক পরিচালক
এ.কে এন্টারপ্রাইজ এ.কে এন্টারপ্রাইজ
জলেশ্বরীতলা, বগুড়া। জলেশ্বরীতলা, বগুড়া।
০১৭১৪ ০৪৯৩০৫ ০১৭১১ ১৪২৪৮৮