শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
06 Jan 2025 04:18 am
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের (৩০) নামে একজনকে আটক করেছে র্যাাব। শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্তরের পাশে এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামি কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ভাটেরা জঙ্গলপুর এলাকার মফিজুল ইসলামের ছেল। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যারব-১২ এর মেজর মোহাম্মদ আনিসুজ্জামান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যািব জানতে পারে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী নাভিলা স্পেশাল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে গাঁজার একটি বড় চালান আসছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকার গোল চত্বরে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী ঐ বাসটিতে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত আসামি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করে আসছিল। এ বিষয়ে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।