শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 05:33 am
৭১ভিশন ডেস্ক:- নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হালুয়া-রুটির ভাগের জন্য নীতি-আদর্শ-দেশ-মানুষের কথা কিছু দালাল দল ও ব্যক্তি ২ পরিবারের পদলেহন করছে। এই সব দালাল দল ও ব্যক্তির কারণে নির্মম হলেও সত্য যে, জাতির রাজনৈতিক ফায়দালোভিরা ২ ভাগে বিভক্ত হয়েছে। এদের কারণে ২ পরিবারের দুর্নীতিবাজরা দুর্নীতি বাড়িয়েছে। নতুনধারার রাজনীতিকেরা হালুয়া-রুটির রাজনীতি করে না বলেই ২ ভাগের ১ ভাগের আমন্ত্রণেও সাড়া দেয়নি, আগামীতেও দেবে না। ১৩ জানুয়ারি বিকেল ৩ টায় চেয়ারম্যান-এর তোপখানা রোডস্থ হোটেন নিউ এশিয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের রাজনীতি কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বর্মন, ব্রাক্ষ্মণবাড়িয়া শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবন, নারায়ণগঞ্জ এনডিবির সাধারণ সম্পাদক কোয়েল রাণী মিত্র। এসময় মোমিন মেহেদী আরো বলেন, কেবলমাত্র ২ পরিবারকে ক্ষমতায় আনতে বা রাখতে বাংলাদেশের রাজনীতিতে যারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ‘মোসাদ’-‘র’-‘আইএস’-এর এজেন্সিশীপ নিচ্ছে, ছাত্র-যুব-জনতা মানুষকে কষ্টে রেখে ক্ষমতায় আসা বা তাদেরকে চিহ্নিত করে রাখবে। এদের বিরুদ্ধে-দুর্নীতিবাজদের বিরুদ্ধে দেশের মানুষ সাহসী পদক্ষেপ নেবে বলেও মন্তব্য করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।