শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 07:52 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে নেশার ১৮ পিস ট্যাপেন্টাডলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদরের হাড্ডিপট্রি এলাকার আব্দুল মোমিনের স্ত্রী রুবি বেগম (৩৫) ও শাফিন ওরফে আশিকের স্ত্রী শাপলা খাতুন (৩০)। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে বগুড়া স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বেচাকেনার সময় উল্লেখিত দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আবু মুত্তালিব মতি