শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
10 Jan 2025 01:06 pm
৭১ভিশন ডেস্ক:-আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ। আজ শুক্রবার ফাইনালে পাকিস্তানের রোমান-তালহার কাছে ৬-১, ৬-১ গেমে হেরেছে বাংলাদেশের জাওয়াদ-তুষার জুটি।
বালক এককের ফাইনালে আবুবকর তালহা ৭-৫, ৪-৬, ৭-৬ গেমে স্বদেশী রোমান তালহাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-২ গেমে মায়ানমারের থাই হায়াত মিন্ট কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বালিকা দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের ইয়েন নি চিয়াং ও ইয়ান রং ঝং জুটি ৬-১, ৬-২ গেমে মায়ানমারের ওন চি ছার ও তায় হায়াত মিন্ট জুটিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের জাওয়াদ ভূঁইঞা ৮ম, তানভির মুন তুষার ৯ম, হুমায়রা হায়দার জারা ৭ম ও সুমাইয়া সুলতানা ১১তম স্থান পেয়েছেন।