শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 06:24 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধি এক তরণী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১১ জানুয়ারি) সন্ধায় উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত শামিম শেখ (১৫) উপজেলার তালবাড়িয়া গ্রামের ওহিদুর শেখের ছেলে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী বাক-প্রতিবন্ধী গত বুধবার সন্ধায় বাড়ির পাশে মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিল। পরে প্রতিবেশী স্কুলছাত্র শামিম শেখ তাকে জোর পূর্বক ধর্ষণ করে।
পরে ঐ তরুণী বাড়িতে গিয়ে আকারে ইঙ্গিতে পরিবারের লোকদের বলে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সেম ভর্তি করে, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই তরুণী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায়
মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শামিম শেখকে গ্রেফতার করা হয়েছে এবং দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।