শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 09:00 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫ কেজি গাঁজাসহ পরিতোষ বর্মন (৪৩) নামের এক মাদক করাবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আটককৃত পরিতোষ বর্মন উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোরগাছা গ্রামের মুত যোগেন্দ্রনাথ বর্মনের ছেলে।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। এসময় পরিতোষের বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে পরিতোষকেও আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছি।