শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
15 Dec 2024 12:36 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) দুপুরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন উদ্ধোধন করেন গাইবান্ধা জেলা কৃষক লীগ সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক। এরপর উপজেলা কৃষক লীগ আহবায়ক মহাব্বতজান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার (বিটু),সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম,কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী,আরমানুল হক পার্থ,গাইবান্ধা জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার পাল,
পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাহজাহান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগ যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম পাপুল। শেষে মহাব্বতজান চৌধুরীকে সভাপতি ও আমিনুল ইসলাম পাপুলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করে দেন জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।