শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
12 Jan 2025 01:53 am
প্রেস বিজ্ঞপ্তি;-সংবাদযোদ্ধা আশিক হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে অনলাইন প্রেস ইউনিটি। ১২ জানুয়ারি প্রেরিত এক বিবৃতিতে ইউনিটির কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, এম লোকমান হোসাঈন, আইয়ুব রানা, মহাসচিব পলাশ চন্দ্র প্রমুখ বিবৃতিতে বলেন, বিচারের সংস্কৃতি না থাকায় একের পর এক সংবাদযোদ্ধা হত্যাকাণ্ড চলছেই, সাগর-রুণীসহ সকল সংবাদযোদ্ধা হত্যার বিচার না হওয়ায় অপরাধী-দুর্নীতিবাজেরা একের পর এক সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের উপর চড়াও হচ্ছে।
বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা করে সংবাদযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলার জন্য অনলাইন প্রেস ইউনিটির শাখা সকল জেলা-উপজেলায় সক্রিয় করার লক্ষ্যে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি সারাদেশে সদস্য সংগ্রহ কর্মসূচি অব্যহত রাখতে ০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে এসএমএস করে সদস্য হওয়ার আহবান জানিয়েছেন সংবাদযোদ্ধা ও অনলাইন এক্ট্রিভিটিস্টদের প্রতি।