বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
10 Jan 2025 12:33 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত এসিল্যান্ড অভিদিয় মার্ডির হত্যার বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছে সহস্রাধিক নারী-পুরুষ। জাতীয় পতাকা হাতে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে মিছিলটি বের হয়ে বাগর্দাফার্ম কাটামোড়ে এসে শেষ হয়। এরপর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রায়ত এসিল্যান্ড অভিদিয় মার্ডির বড় ভাই ফাদার স্যামসন মার্ডি, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি মাথিয়াস মার্ডি, বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির জাহাঙ্গীর কবির তনু, গোলাম রব্বানি মুসা, হাসান মোর্শেদ দিপন, স্বপন শেখ, একেএম মনির সুইট প্রমুখ।
বক্তারা বলেন, নয় বছর পেরিয়ে গেলেও সমতল আদিবাসীদের সর্বপ্রথম এসিল্যান্ড অভিদিয় মার্ডির হত্যার বিচার হয়নি। প্রশাসনের তদন্তের গাফলতির কারণে বিচারের তদন্ত আজও শেষ হয়নি। তদন্তকে একটি মহল প্রভাবিত করার চেষ্টা করেই যাচ্ছে। সমাবেশে আসা আদিবাসীরা অবিলম্বে অভিদিয় মার্ডির হত্যার বিচারের দাবি জানান।