বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
15 Dec 2024 03:35 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, সমাজের অসহায় মানুষের পাশে সবসময় বৃত্তবানদের এগিয়ে আসা উচিত।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মাদ্রাসার শিক্ষার্থী, খেটে খাওয়া শ্রমজীবি, ভ্যান ও রিস্কাা চালক, রাজমিস্ত্রী, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন ধর্ম-বর্ণের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে উপরোক্ত কথাগুলো তিনি বলেন ।
উক্ত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (আদর), পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ তোফাজ্জল হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, বিএনপিনেতা আব্দুর রহিম, নন্দীগ্রাম উপজেলা য্বুদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক তারেক হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।