বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
15 Dec 2024 01:51 pm
স্টাফ রিপোর্টারঃ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, আলহাজ্ব কাজী দিদারবক্স ইসলামিয়া দাখিল মাদরাসা'র প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কাজী মোঃ রাশিদুর রহমান (নান্নু) শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আরজেএফ বিজয় সম্মাননায় ভূষিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি ২০২৩) বিকেলে ঢাকার ৩৭/এ, সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধ-বিজয় ও নতুন প্রজন্ম’ শীর্ষক আলোচনা সভা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসবে তাকে আনুষ্ঠানিক ভাবে উক্ত আরজেএফ বিজয় সম্মাননা তুলে দেয়া হয়।
আরজেএফ'র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান চৌধুরী। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা।
বিশেষ অতিথি ছিলেন এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট শাহিদা রহমান রিংকু, বিনোদন সাংবাদিক ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম ইব্রাহিম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিদ্দিকুর রহমান আজাদী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ, সদস্য সচিব মোঃ ফারুকুল ইসলাম সহ আরজেএফ’র কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশের ১০ গুণীজনকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক প্রদান করা হয়। এদিকে, শিক্ষানুরাগী আলহাজ্ব কাজী মোঃ রাশিদুর রহমান (নান্নু) আরজেএফ বিজয় সম্মাননা পাওয়ায় তাকে নানান শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ১নং ছবির ক্যাপশনঃ শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আরজেএফ বিজয় সম্মাননা গ্রহণ করছেন, আলহাজ্ব কাজী মোঃ রাশিদুর রহমান (নান্নু)।