বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 01:58 am
বুধবার যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় মুখপাত্র বরাদ দিয়ে ঐ প্রতিবেদনে বলা হয়, এয়ার মিশন সিস্টেম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। ঠিকঠাক হলেই বিস্তারিত জানানো হবে।
বিমানবন্দরগুলোতে বহু উড়োজাহাজ উড্ডয়ন না করায় যাত্রা বিলম্বের কারণে যাত্রীরা আটকা পড়েছেন। অনেক বিমানবন্দরে যাত্রীরা ক্ষোভও প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতের জাতীয় নিয়ন্ত্রণ সিস্টেম নোটিশ টু এয়ার মিশন সিস্টেমের ত্রুটির কারণে সমস্যা হয়েছে।
এর আগে সকালে এএফএ টুইট করে সিস্টেমে ত্রুটির কথা জানায়। এএফএ দ্বিতীয় টুইটে জানায়, কিছু কিছু ফাংশন লাইনে চলে এসেছে। কিছু বিষয় কাজ করতে শুরু করেছে।
কিছুক্ষণ পর তৃতীয় টুইটে এএফএ জানায়, অভ্যন্তরীণ সব কোম্পানিকে স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত তাদের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়। অর্থাৎ প্রায় দুই ঘণ্টার জন্য সব ফ্লাইট বন্ধ রাখতে বলা হয়েছে।