বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
01 Apr 2025 03:48 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অপহরণ ধর্ষণ ও প্রতারনাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে নারীসহ চার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল পূর্বপাড়ার আজিজুল হকের ছেলে শাকিলকে অপহরন ও ধর্ষণ মামলায়, আদমদীঘি সদর ইউপির মন্ডবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল প্রামানিককে প্রতারনা মামলায়, কুন্দগ্রাম ইউপির বশিকোড়া খাঁ পাড়ার আজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনকে ধর্ষণ চেষ্টা ও সান্তাহার ইউপির উথরাইল গ্রামের বুলু প্রামানিকের মেয়ে দুলি আক্তারকে এনআইএ্যাক্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার ওসি তদন্ত জিল্লুর রহমান জানান, গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি