বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
21 Aug 2025 09:20 pm
![]() |
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মাহিন্দ্রার যাত্রী শাহাদাত হোসেন গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা গাইনেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহিন্দ্রাচালক হোসেন সরদার (২০) গৌরনদী উপজেলার টরকী কসবা এলাকার আক্তার হোসেন সরদারের ছেলে।
বুধবার (১১ জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঢাকাগামী অজ্ঞাত বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালক হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মাহিন্দ্রার চালক হোসেনের মৃত্যু হয়। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।