বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
03 Apr 2025 12:51 pm
![]() |
আয়োজকরা জানান, প্রতি বছর শীত মৌসুমে চাকলমুয়া গ্রামের মাঠে যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন হয়। অন্য বছরগুলোতে ছোট পরিসরে খেলা হলেও এবার জেলা ভিত্তিক খেলা চলছে। রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার দল নিয়ে এবারের আয়োজন।
খেলা শুরুর পূর্বে অপু বিশ্বাস ওঠেন মঞ্চে। প্রায় ঘণ্টা খানেক ধরে তিনি নেচে-গেয় দর্শক মাতিয়ে রাখেন। এরপর খেলার মাঠে নামে সিরাজগঞ্জ জেলা দল বনাম পাবনা জেলা দল।
খেলায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ জেলা একাদশ বনাম পাবনা জেলা একাদশ। সিরাজগঞ্জ জেলা একাদশকে ৪-৩ গোলে হারিয়ে পাবনা জেলা একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন মাহফুজা রাহাত। খেলা শেষে হক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে মাঠের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।
খেলার আয়োজক আফজাল হোসেন বলেন, ‘নায়িকার অপু বিশ্বাসের উপস্থিতিতে ফুটবল খেলার মাঠে এত মানুষ উপস্থিত হবে ভাবতেও পারিনি। দর্শক ধরে রাখতে ফাইনালের দিন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নায়ক-নায়িকারা উপস্থিত থাকবেন। আমি আশাবাদী আগামীতে এর প্রসার আরও ঘটবে।’
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মাঠে উপস্থিত ছিলেন।