বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 11:36 pm
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিউলের চীনা দূতাবাস বলেছে, চীনে প্রবেশে দক্ষিণ কোরীয়দের পর্যটক ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। জাপানিদের জন্যও একই ধরনের পদক্ষেপ চীন নিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
বেইজিং বলেছে, চীনের বিরুদ্ধে ‘বৈষম্যমূলক’ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ভিসা প্রদান বন্ধ থাকবে।
গত সপ্তাহে চীন থেকে পর্যটকদের ভিসা প্রদান বন্ধ করে দক্ষিণ কোরিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অবৈজ্ঞানিক’ হিসেবে উল্লেখ করে।
চীনা পদক্ষেপের বিষয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন থেকে আসা যাত্রীদের নিয়ে তাদের নীতি ছিল বিজ্ঞানসম্মত।
এদিকে জাপান বর্তমানে চীনা ভ্রমণকারীদের ভিসা দিচ্ছে, তবে তাদের করোনার নেগেটিভি সনদ প্রদর্শন করতে হয়।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার মতে, ভিসা বিধিনিষেধ জারি হওয়ার আগে চীন থেকে আসা প্রায় এক তৃতীয়াংশ মানুষের করোনা পজিটিভ ছিল।