বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 10:38 am
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় এ তিন ক্রিকেটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এদিন বিকেলে ম্যাচ চলাকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘটে অপ্রীতিকর এক ঘটনা। রংপুরের দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিলেন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরঙ্গা ডি সিলভা। দ্বিতীয় ইনিংসের একটি বলও তখন মাঠে গড়ায়নি। আর সেসময়ই নাটকের মঞ্চায়ন।
ব্যাটসম্যান দেখে বোলার বদল করেছিলেন রংপুর কাপ্তান সোহান। এরপর স্ট্রাইকিং প্রান্তে ব্যাটার বদল করতে চান সাকিব। যদিও শুরুতে দাবি গ্রাহ্য করেননি অনফিল্ড আম্পায়াররা। এরপরই চিরচেনা রুদ্রমূর্তিতে দেখা গেল বরিশালের অধিনায়ককে। প্রতিবাদ জানাতে মাঠে নেমে আসেন তিনি। তর্কে জড়ান আম্পায়ারদের সঙ্গে।
এনিয়ে সাকিব ও সোহানের বিরুদ্ধে বিসিবির কোড অব কন্ডাক্ট লেভেল-১ এর আর্টিকেল ২.৪ অনুযায়ী অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার রবিন্দ্র উইমলাসারি, গাজী সোহেল এবং থার্ড আম্পায়ার মোর্শেদ আলী খান। দুজনই নিজেদের ভুল স্বীকার করে নেয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে ম্যাচে ছিল আরও একটা অপ্রীতিকর ঘটনা। এডিআরএস প্রযুক্তির সহায়তায় এনামুল হককে আম্পায়ার আউট দিলে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান তিনি। এরপর মাঠের বাইরে পৌঁছেই ব্যাট উঁচিয়ে সজোরে আঘাত করে ক্ষোভ ঝাড়েন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় তার বিরুদ্ধে আর্টিকেল ২.৮ এর অধীনে অভিযোগ করা হয়। তাকেও ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি অসদাচরণের জন্য সাকিব, সোহান এবং বিজয়ের নামের সঙ্গে যোগ হবে একটি করে ডিমেরিট পয়েন্ট। সময়