বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 04:07 am
৭১ভিশন ডেস্ক:- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার আদালত অবমাননার মামলায় জামিনযোগ্য এই পরোয়ানা জারি করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।
ইসিপি পিটিআই নেতা আসাদ উমর এবং ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিসার দুরানির নেতৃত্বে ইসিপি’র ৪ সদস্যের বেঞ্চ এই পরোয়ানা জারি করেন।
গত বছরের আগস্টে বিভিন্ন প্রকাশ্য সভা, সংবাদ সম্মেলন এবং বেশ কয়েকটি সাক্ষাত্কারের সময় কমিশন এবং এর প্রধানকে অপমানের অভিযোগে পিটিআই নেতাদের বিরুদ্ধে অবমাননার নোটিশ জারি করেছিল ইসিপি।
নোটিশে বলা হয়েছিল, পিটিআই’র এই রাজনীতিকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ইসিপি’র বিরুদ্ধে অসংসদীয়, অসহিষ্ণু ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আছে।
আজকের শুনানিতে বেঞ্চ পিটিআই নেতাদের অব্যাহতির আবেদন প্রত্যাখ্যান করে এবং পরবর্তী শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন নির্ধারণ করা আছে।
রায়ের পরপরই পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, তিনি এই পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন এবং ইসিপির বিরুদ্ধে অবমাননার আবেদন করবেন।