বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
15 Dec 2024 09:53 am
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিএনপির একটি প্রতিনিধি দল এ কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে।
পরে শর্ত সাপেক্ষে বিএনপিকে কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়।
এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘তারা যেন কোনো প্রকার রাস্তা বন্ধ না করে, জনদুর্ভোগ কমিয়ে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এই প্রত্যাশা করি।
তিনি বলেন, ‘যান চলাচল স্বাভবিক রাখতে হবে। তা না হলে তার দায় দায়িত্ব তাদের বহন করতে হবে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। তাহলে আমাদের তরফ থেকে সব ধরনের নিরাপত্তাসহ অন্যান্য সহযোগিতা পাবেন।’
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘অনেকগুলো রাজনৈতিক দল গণঅবস্থান কর্মসূচি করার জন্য অনুমতি চেয়েছে। আমি বলেছি, যেহেতু আগামীকাল (বুধবার) লাখ লাখ মানুষ ঢাকা শহরে অফিসে যাতায়াত করবেন, সেজন্য যান চলাচল যেন বন্ধ না হয়। যান চলাচল বন্ধ না করে তাদের কর্মসূচি করার কথা বলেছি।’