মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
05 Apr 2025 03:23 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকা হতে এক যুবককে ২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মুস্তাকিম রহমান (২৯)সে দিনাজপুর জেলার হাকিমপুর থানার খোট্টা মাধবরাম গ্রামের আনিসুর রহমানের ছেলে।
এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় কুমার বর্মা ও আনিসুর রহমানসহ আল মামুন। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,মাদকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।