মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
02 Apr 2025 12:31 am
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুরের শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ১০ জানুয়ারি বিকেলে শরিফপুর বাজাস্থ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরিফ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরিফ পুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মুখলেছুর রহমান জিন্নাহ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম, শরিফ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হোসেন লেবু সরকার ও ইউনিয়নের যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু প্রমূখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত বিজয় সূচিত হয়েছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি। স্বাধীনতার প্রকৃত স্বাদ ও পূর্ণতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই পূর্ণতা পায়। তার আগমন সদ্যস্বাধীন সোনার বাংলাকে নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পায়। জাতি পায় এগিয়ে যাওয়ার দিশা ও আত্মনির্ভরশীলতার মূলমন্ত্র। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷
এসময় শরিফ পুর ইউনিয়ন আওয়ামী লীগ,ওয়ার্ড় আওয়ামী লীগ, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।