মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
02 Apr 2025 12:30 am
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ। ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে শহরের বকুলতলাস্থ আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।
পরে বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
দিবসটি উপলক্ষ্যে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান প্রমূখ।