মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
01 Apr 2025 11:21 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে বিক্রির সময় ১২ পুড়িয়া হেরোইনসহ আশরাফুল ইসলাম (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সান্তাহার নতুন বাজার জনৈক বিপ্লবের কাঠের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম সান্তাহার নতুনবাজারের আদম আলীর ছেলে। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রাকিব হোসেন জানান, গত সোমবার বিকেলে সান্তাহার নতুন বাজার এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সন্ধ্যায় উল্লেখিত স্থানে ফোর্সসহ অভিযান চালিয়ে হেরোইন বিক্রি কালে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ১২ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আশরাফুল ইসলামকে আদালতে প্রেরন করা হয়েছে ।