মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 08:42 am
শাহ আলম, ঘোড়াঘাট, দিনাজপুর, প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় কমিশনের অস্থায়ী কার্যলয় ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে কেক কর্তন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি মানবাতাবাদী মোখলেছুর রহমান সওদাগরের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন সিনিয়র সহ-সভাপতি ও শাহ ইসমাইল গাজী (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবতাবাদী শাহিনুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মানবতাবাদী কাজী নাসির মুঈদ, মানবতাবাদী জালাল খান বকুল, মানবতাবাদী শাহ আলম, মানবতাবাদী আবু বককর সিদ্দিক, মানবতাবাদী হাফিজার রহমান হাবিব, মনবতাবাদী শাহাদত হোসেন, মনবতাবাদী নুরনবি মিয়া, মনবতাবাদী ফিরোজ কবির ও কায়ছার হাবিব। র্যালি ও আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশ মানবাধিকারের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।