মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 04:32 am
জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অস্ত্র সরবরাহকারী ৩ সদস্যকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ কবির আহাম্মদ, মোঃ ইয়াসিন ও আব্দুর রহমান ইমরান।
সোমবার (৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাজধানীর কদমতলী থানা ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩টি দেশীয় পিস্তল, ৬টি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলি, ১৪০ রাউন্ড সিসার তৈরি গুলি, ২ লিটার এসিড, গান পাউডার, ৩ লিটার অকটেন, ২ কার্টুন ম্যাচ বক্স, ১টি কয়েল, ২ বোতল দাহ্য রাসায়নিক পদার্থ, ২টি স্প্রে ক্যান, ১টি লোহার করাত, স্কচ টেপ ও সুপার গ্লু, ট্রেনিংয়ের পোশাক ও টুপি, করাত ও ব্লেড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু হয়েছে।
আজ সোমবার (৯ জানুয়ারি ২০২৩ খ্রি.) বেলা ১২:১৫টায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।
তিনি বলেন, কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম গত ২১ ডিসেম্বর ২০২২ খ্রি. পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা হতে উগ্রবাদী জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সক্রিয় সদস্য মোঃ সাইফুল ইসলাম তুহিন ও মোঃ নাঈম হোসেনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত সংগঠনে অস্ত্র সরবরাহকারী হিসেবে কবির আহাম্মদকে শনাক্ত করে বান্দরবান জেলা থেকে কবিরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃত কবির জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়াকে অস্ত্র সরবরাহ করে আসছে। সে উদ্ধারকৃত অস্ত্রের কিছু অংশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নিকট সরবরাহ করার পরিকল্পনা করে আসছে। তার বিরুদ্ধে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা জানায়, জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার মাস্টার মাইন্ড পলাতক আসামী শামিন মাহফুজ দুর্গম পার্বত্য এলাকায় এই সংগঠনের সশস্ত্র প্রশিক্ষণের জন্য বিভিন্ন ধাপে অস্ত্র সংগ্রহের জন্য তার সাথে যোগাযোগ করে। গ্রেফতারকৃত কবিরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আরও ২ সক্রিয় সদস্য মোঃ ইয়াসিন ও আব্দুর রহমান ইমরানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন এবং আব্দুর রহমান ইমরান জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সক্রিয় সদস্য। তারা উভয়ই পলাতক আসামী শামিন মাহফুজের ঘনিষ্ঠ সহযোগী। গ্রেফতারকৃত আব্দুর রহমান ইমরানের মাধ্যমে শামিন মাহফুজ বিভিন্ন সময় তার সাংগঠনিক আর্থিক লেনদেন সম্পন্ন করতো। এছাড়া গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন বিভিন্ন সময় শামিন মাহফুজের জন্য সেন্টার হাউজ ব্যবস্থাপনাসহ এই সংগঠনের উগ্রবাদী আদর্শে দীক্ষিত হয়ে কথিত হিজরতে গমনকারীদের জন্য ব্যবহৃত সেন্টার হাউজ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলো।
গ্রেফতারকৃতদের ডেমরা থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।