সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
10 Apr 2025 05:01 pm
![]() |
প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির মাঝামঝিতে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক।
এদিকে হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় সুস্থ হওয়া সত্ত্বেও দেশে ফিরতে পারছেন না—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের প্রেক্ষিতে সিঙ্গাপুর থেকে ফারহানা ফারুক বলেন, ‘হাসপাতালের বিল দিতে পারছি না, এটা একদমই ঠিক নয়। এমন কথা যেন না লেখা হয়।’
তিনি আরও বলেন, ডাক্তার লাইয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন ফারুক। তার পরামর্শ ছাড়া ছাড়পত্র নেব না।
হাসপাতালের বিল পরিশোধের বিষয়ে ফারুকপত্নী জানান, এই হাসপাতালের (মাউন্ট এলিজাবেথ) চিকিৎসা খরচ অনেক বেশি। এজন্য আমরা আমাদের সম্পত্তি বিক্রি করেছি। সবাই ফারুকের জন্য দোয়া করবেন। তিনি এখন সুস্থ আছেন।