সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 07:21 pm
কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমাদের পিছু হটার কোনো পথ নেই। আমাদের পথ শুধু সামনে এগিয়ে চলা।’
আজ সোমবার (৯ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে মির্জা ফখরুল ইসলাম ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরাসরি নয়াপল্টনে আসেন। সেখানে বিপুলসংখ্যক নেতা-কর্মী দুই নেতাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান। তারা মুহুর্মুহু স্লোগানে দুই নেতাকে বরণ করে নেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ইনশা আল্লাহ গ্রেপ্তার করে, কষ্ট দিয়ে, নির্যাতন করে আমাদের দমন করতে পারবে না। এ দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য জেগে উঠেছে। শান্তিপূর্ণ আন্দোলনে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করব। যত বেশি অত্যাচার করবে, নির্যাতন করবে, তত বেশি মানুষ ফুঁসে উঠবে।’
বিএনপির মহাসচিব বলেন, তারা ভেবেছিল বিএনপির অফিস আক্রমণ করে, একেবারে দিনদুপুরে ডাকাতের মতো হামলা করে, নেতা-কর্মীদের হত্যা করে এ আন্দোলনকে বন্ধ করে দেবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বন্ধ করে দিতে পারবে। কিন্তু পারেনি। এটা আরও শক্তিশালী হয়েছে। ১০ ডিসেম্বরের গণসমাবেশ, এরপর গণমিছিলে লাখ লাখ মানুষের উপস্থিতিতে ঢাকা শহর সয়লাব হয়ে গেছে। আজ গোটা বাংলাদেশ প্রতিবাদের ঝড়ে প্রকম্পিত হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা মাত্র দুজন বেরিয়েছি। আরও হাজারো নেতা-কর্মী কারাবন্দী রয়েছেন এবং তারা মানবেতর জীবন যাপন করছেন। এই সরকার সারা দেশকে একটি কারাগারে পরিণত করেছে।’
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ, দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।