সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
06 Apr 2025 10:50 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ভয়াবহ অগ্নিকান্ডে সরকারি ভর্তুকি পাওয়া ধান মাড়াই মেশিন ও খড়ের পালা পুড়ে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে। গত রোববার (৮ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় আদমদীঘির ডহরপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতেই স্থানীয় গ্রামবাসি ও আদমদীঘির ফায়ার সার্ভিস একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় উপজেলা কৃষি অফিস ও থানায় অবহিত করা হয়েছে।
আদমদীঘির ডহরপুর গ্রামের কৃষক আব্দুল হান্নান জানন, গত ৫ নভেম্বর সরকারি ভতুর্কিতে পাওয়া একটি ধার মাড়াই মেশিন উত্তোলন করে সে বিভিন্ন মাঠে ধান মাড়াই কাজ করে। প্রতি দিনের মতো গত রোববার সন্ধ্যার পর কাজ শেষে তার বাড়ির খুলিয়ানে ওই মেশিন রেখে বাড়িতে ঘমিয়ে ছিল। রাত ৩টায় ঘুম থেকে জাগা পেয়ে দেখেন কে কা কারা তার ধান মাড়াই মেশিন ও দুইটি খড়ের পালায় অগ্নিসংযোগ করেছে। এরপর গ্রামবাসির সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করার পর রাত ৪টায় আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন আনলেও অগ্নিকান্ডে ধার মাড়াই মেশিনের স্টিয়ারিং, ইঞ্জিনসহ নানা যন্ত্রাং ও দুইটি খড়ের পালা পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
আবু মুত্তালিব মতি