সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
28 Nov 2024 04:19 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া নামক এলাকায় গতকাল সোমবার সকাল ১০টায় বালুবাহী ট্রাকের চাপায় অটোরিক্সার ২ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতারা হলো- অটোরিক্সার যাত্রী উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম (৬৫) ও রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল (৪০)। আহতরা হলো গোবিন্দগঞ্জে মালঞ্চা গ্রামের লাল মিয়া, পচারিয়া গ্রামের আফজাল হোসেন, হাবিবপুর গ্রামের এনামুল হক, খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া, কলাকাটা হামচা পুর শাহআলম।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, পৌর এলাকার সোনারপাড়া নামক স্থানে মহিমাগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক গোবিন্দগঞ্জ শহরমুখী ব্যাটারী চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সার চালক সহ ৭ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালী বেগমকে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।