সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 09:13 pm
রোববার (৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কালো টপ পরা কিছু ছবি পোস্ট করেছেন জয়া। একই পোশাকে কিছুদিন আগে ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। রোববার প্রকাশ করা ছবিগুলো দেখে মন্তব্যকারীরা ‘শীত’, ‘শীতার্ত’, ‘উষ্ণতা’ শব্দগুলো ব্যবহার করে লিখছেন তাদের প্রতিক্রিয়া।
ছবিগুলো নিয়ে সংবাদ প্রকাশ হলে, তার শিরোনাম কেমন হতে পারে, তার পরামর্শ দিয়ে এক মন্তব্যকারীদের লিখেছেন, ‘তীব্র শীতের রাতে জয়া আহসান সবচেয়ে বেশি উষ্ণতা ছড়িয়ে দিলেন শীতার্তদের মাঝে। শিরোনাম এটাই হোক।’
একজন ‘টপ ফ্যান’ ব্যাজ ধারী মন্তব্যকারী লিখেছেন, ‘শৈত্যপ্রবাহ কে ভেঙে-চুরে গুঁড়ো গুঁড়ো করে দিলেন জয়া আহসান।’
আরেক ‘টপ ফ্যান’ ব্যাজ ধারী লিখেছেন, ‘জয়ার রুপের আগুনে জ্বলি আমি সারাক্ষণ।’
এক ভেরিফায়েড ব্যাজ ধারী ভক্ত লিখেছেন, ‘গরম চলে আসছে ঢাকায়।’
আরেক ভেরিফায়েড ব্যাজ ধারী ভক্ত লিখেছেন, ‘বাংলাদেশের মতো প্রতিবেশী ভারতেও বেড়েছে শীতের আধিপত্য। দেশটির অনেক জায়গায় চলছে শৈত্যপ্রবাহ। এছাড়াও অনেক রাজ্যের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে।’ (সংক্ষিপ্ত)
শীত ও উষ্ণতা নিয়ে আরও অনেক রকম মন্তব্য আছে ছবিটির কমেন্ট বক্সে। মজার ছলে আরও অনেকেই লিখেছেন নিজেদের মনের ভাব।
রাত ৮টায় শেয়ার করা ছবির পোস্টে ১ ঘণ্টার কিছু বেশি সময়ে ৪৬ হাজার রিয়্যাকশন, ১৪ হাজার মন্তব্য পড়েছে। শেয়ার হয়েছে ৫৭৫ বার।