সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 12:29 pm
গত ৩০ ডিসেম্বর কাতার বিশ্বকাপের পরে প্রতি মৌসুমে ২ হাজার ১৭৮ কোটি টাকার বেশি (২০০ মিলিয়ন ইউরো) পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লেখান রোনালদো। এরপরে দেশটিতে পাড়ি জমিয়েছেন সপরিবারে। কিন্তু বিপত্তি বেধেছে বিয়ে ছাড়াই রোনালদোর সঙ্গে থাকবেন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। যা সৌদি আরবের আইনবিরোধী বলে বিবেচিত।
তবে দেশটির একাধিক আইনজীবী মিলে রোনালদোর জন্য এ আইনকে শিথিল করেছেন। ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোল ডটকমের খবরে বলা হয়েছে, সৌদি আরব বিয়ে সংক্রান্ত আইন পরিবর্তন করেনি। এখানে বিয়ে না করে একসঙ্গে থাকা অন্যায়। তবে রোনালদো যেহেতু সেখানকার নাগরিক নয়, সেহেতু তার জন্য বিষয়টি শিথিল থাকবে। আর সেটি যে অন্যায় সেজন্য কর্তৃপক্ষ চোখে কালো কাপড় বেঁধে সবাইকে সতর্ক করবেন।
খবরে আরও বলা হয়েছে, যদি কখনও এ বিষয়ে সমস্যা দেখা দেয় কিংবা অপরাধ সংগঠিত হয় তাহলে সেটিকে আইনের আওতায় আনা হবে। সৌদি কর্তৃপক্ষ সবসময় এটাকে অপরাধ হিসেবেই বিবেচনা করবে বলে জানানো হয়েছে।
এদিকে, আল-নাসরে যোগ দিলেও এখনও মাঠে নামা হয়নি পর্তুগিজ এ তারকার। গত বছরের এপ্রিলে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এক দর্শকের ফোন ভেঙেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা। তাতে ইংলিশ ফুটবল ফেডারেশন রোনালদোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা করে। ফিফার নিয়মানুযায়ী প্রিমিয়ার লিগের এই শাস্তি কার্যকর থাকবে সৌদি আরবের লিগেও। ফলে প্রথম দুই ম্যাচে আল-নাসরের হয়ে খেলতে পারবেন না তিনি। তবে দুই ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ২২ জানুয়ারি রাত সাড়ে ১১টায় ইত্তিফাকের বিপক্ষে রোনালদো থাকবেন নিষেধাজ্ঞামুক্ত। ওই ম্যাচেই অভিষেক হতে পারে পর্তুগিজ এ তারকার।