সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 12:55 pm
অসীম উচ্চতা থেকে যেন শূন্যে পতন। আবার যে মাটিতে আছাড় খাওয়া সেই মাটি ধরেই যে উড়ে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা। জিম্বাবুয়ের ক্রিকেটটা যেন এই চিত্রনাট্য মেনেই চলে। ক্রিকেটের এক সময়ে সমীহ জাগানো দলটার হাতে গত এক দশকে 'সাফল্য' ধরা দিয়েছে কালেভদ্রে। কিন্তু এই দৃশ্যপট পাল্টে যাচ্ছে যে মানুষটির হাত ধরে তিনি জিম্বাবুইয়ান ক্রিকেট কিংবদন্তি হ্যামিল্টন মাসাকাদজা।
আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ২০১৯ সালে ক্রিকেট জিম্বাবুয়ের পরিচালকের পদে বসেন মাসাকাদজা। কোচসহ আমূল পরিবর্তন আনেন জিম্বাবুইয়ান ক্রিকেট কাঠামোতে। ফলাফল শুধু গেল বছরই শেভরনদের কাছে ভূপাতিত হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো মহাপরাক্রশালী দলের অহম।
মাসাকাদজা বলেন, 'সাম্প্রতিক সময়ে বিশেষ করে গেল বছরে জিম্বাবুয়ে দারুণ ক্রিকেট খেলেছে। সিকান্দার রাজা অবিশ্বাস্য পারফর্ম করেছে। যদিও বাংলাদেশসহ বেশ কিছু ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। তবে এগুলোই আমাদের এগিয়ে যাওয়ার লক্ষণ।'
বাংলাদেশ আর ক্রিকেট জিম্বাবুয়ের মধ্যে সর্ম্পক সবসময়ই মধুর। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিবির কাছে তাই মাসাকাদজার প্রত্যাশাও আকাশছোঁয়া। শুধু দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা বাড়ানোই নয়, বিপিএলেও দেশটির ক্রিকেটার বাড়াতে কাজ করবেন তিনি।
তিনি বলেন, 'বাংলাদেশ এমন একটি দেশ যেখানে জিম্বাবুয়ের পর আমি সবচাইতে বেশি ক্রিকেট খেলেছি। তাই এটা আমার আরেকটা বাড়ি। আমি চেষ্টা করছি যাতে আরও বেশি সংখ্যক জিম্বাবুইয়ান ক্রিকেটার বিপিএলে আসে। তবে এই মৌসুমে যদি ওরা (উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ার্ন বার্ল) ভালো করে, তবে অন্যদের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।'
কথা বললেন টাইগার ক্রিকেট নিয়েও। এই উপমহাদেশে বলেই ভারত বিশ্বকাপে দারুণ সম্ভাবনা দেখছেন বাংলাদেশের। ক্রিকেট জিম্বাবুয়ের এই পরিচালক বলেন, 'ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ খুব শক্তিশালী দল এবং তারা অনেকের আগেই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। উপমহাদেশে বলেই ভারতে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। তারা সেটা করতে পারলে হবে দারুণ কিছু। বিশ্বকাপে বাংলাদেশ কেমন করে তা দেখতে আমি মুখিয়ে আছি।'
সাম্প্রতিক সময়ে মিরাজ-লিটনকে নিয়েও মুগ্ধতা ঝরল মাসাকাদজার কণ্ঠে। মুগ্ধতা ঝরল এদেশের নারী ক্রিকেট নিয়েও। সব মিলিয়ে সুযোগ পেলে লাল সবুজের ক্রিকেটের সঙ্গে বন্ধনকে আরো শক্তিশালী করার প্রত্যায় জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের।