রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 05:45 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- আসুন অপ্রয়োজনে হর্ণ ব্যবহার থেকে বিরত থাকি, শব্দ দূষণের হাত থেকে নিজে বাঁচি ও অন্যকে বাঁচাই" এই কথা স্মরণ রেখে শব্দ দূষণ রোধে, জামালপুর পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট জামালপুর শহরের ডাকপাড়া এলাকায় উচ্চ শব্দ ব্যবহারকারী যানবাহন কে পাঁচটি গাড়িকে এগার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উচ্চ শব্দ উৎপন্নকারী ও ক্ষতিকর হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী পাঁচ টি যানবাহনকে মোট এগার হাজার টাকা জরিমানা করেছে জামালপুর পরিবেশ অধিদপ্তর।
অদ্য ৮ জানুয়ারি রবিবার শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারীত্বমূলক প্রকল্পের আওতায় উচ্চ শব্দ উৎপন্নকারী ও ক্ষতিকর হাহড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে জামালপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন এর নেতৃত্বে ডাকপাড়া, জামালপুর সদর, জামালপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৫ টি যানবাহনকে শব্দদূষণের অপরাধে মোট এগার হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং হাইড্রলিক হর্ণ ব্যবহারের বিষয়ে বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীগনকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। শব্দদূষণ নিয়ন্ত্রণে এরূপ কার্যক্রম চলমান থাকবে।