রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 05:32 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি জামালপুর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন। সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বরকত উল্লাহ ।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় অনুষ্ঠানে সার্বিক সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম । এতে মূখ্য আলোচক ছিলেন কমিটির সদস্য সচিব ও সদর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ