রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 12:41 am
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ইউরোপ ও আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ভাবছে, এই বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দেবে।
শনিবার দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় আটগাঁও আহেদা কফিল টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যারা ভেবেছিল বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে তাদের সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নত দেশে পরিণত করেছেন। আমাদের পদ্মাসেতু, মেট্রোরেল হয়েছে। কর্ণফুলি ট্যানেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা এই দেশ শাসন করেছে তারা দেশের জন্য কোনো কাজই করেনি। তারা শুধু সন্ত্রাস ও জাঙ্গীবাদকে মদদ দিয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করীম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, আহেদা কফিল টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি মো. আবু সাঈদ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ