রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 07:26 pm
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে জেলা বিএনপি নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
তিনি বলেন, বিএনপি একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন চায়। তার জন্য বিএনপি আন্দোলন করছে। যাতে মানুষের স্বাধীনতা, অধিকার ও গণতন্ত্র উদ্ধার হয়। আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ব্যবস্থা তছনছ করে ফেলেছে। রাষ্ট্র কাঠামোর সব ক্ষেত্র ভঙ্গুর করে দিয়েছে। রাষ্ট্র কাঠামোর মেরামত ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য ১০ দফা দাবি নিয়ে আগাচ্ছে বিএনপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা দুদু বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। জনগণ তাদের সঙ্গে নেই। যে কথা ওয়াবদুল কাদের নিজেই বলেছেন।
আলোচনায় সভায় জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।
এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, রফিকুল হুদা চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মমতাজুল হক, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ সাংগঠনিক সম্পাদক মোকতার আহমদসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা, বিভিন্ন উপজেলা, পৌরসভা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।