শনিবার, ০৭ জানুয়ারী, ২০২৩
31 Mar 2025 07:42 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : চেকিং স্টাফের নজরে ক্রটি ধরা পড়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল ঢাকাগামী আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। শনিবার (৭ জানুয়ারি) বেলা ১২ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ট্রেনি পেঁছৈার পর এ ক্রটি ধরা পড়ে।
সান্তাহার রেলওয়ে সুত্রে জানাযায়, শনিবার বেলা ১১ টা ৫৫ মিনিটে সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম ট্রেনটি পৌঁছে। এরপর রেলওয়ে গ্যারেজের চেকিং স্টফদের নজরে ধরা পড়ে ওই ট্রেনের ১০৮০ নম্বর বগির হুইলচেক গাইড ভাঙ্গা। পরে হুইলচেক গাইড মেরামত করার পর সান্তাহার জংশন স্টেশনে প্রায় এক ঘন্টা বিল¤ের^ পর বেলা ১টা দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সান্তাহার স্টেশন মাষ্টার হাবিবুর রহমান হাবিব ঘটনা নিশ্চিত করে বলেন, লোহার যন্ত্রাংশ কিছু ক্রটি হতে পারে তবে কোন দুর্ঘটনা ঘটেনি।
আবু মুত্তালিব মতি