শনিবার, ০৭ জানুয়ারী, ২০২৩
05 Apr 2025 06:55 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (৬ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ছয়জন আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মারপিট মামলায় আদমদীঘি উপজেলার আমইল গ্রামের হেলাল ফকিরের ছেলে সুমন, নওগাঁর রানীনগর উপজেলার ভান্ডার গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল কাহার শিশির, মাদক মামলায় কাহালু উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের এচাহাক আলীর ছেলে এমরান খন্দকার দুপচাঁচিয়া উপজেলার ছোটধাপ গ্রামের মসলিম উদ্দিনের ছেলে সেলিম রেজা এবং গাঁজাসহ দুপচাঁচিয়া উপজেলার রসুলপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শফিকুল আলম শুভ ও সান্তাহার নতুন বাজার এলাকার আমজাদ হোসেনের ছেলে আতিকুলকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি